গাজীপুরে পুকুরে ডুবে ৩ কিশোরের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার তিন কিশোর বিলে গোসল করতে নেমে জোয়ারের পানিতে ডুবে মারা গেছে।
রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তারা তিনজন হলো- গাজীপুর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কোনাবাড়ী পূর্বপাড়ার (রিফুজিপাড়া) কিতাব আলীর ছেলে মো. স্বাধীন (১৮), একই এলাকার শহীদুল ইসলামের ছেলে রনি (১৯) ও কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৭)।
স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, রোববার দুপুরে ১০ জন কিশোর বাইমাইল পূর্বপাড়া বিলে জোয়ারের পানিতে গোসল করতে যায়। এ সময় স্বাধীন, রনি ও সাব্বির জোয়ারের পানিতে ভেসে বিলের একটি ইটভাটার পাশের গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়। পরে সঙ্গে থাকা অন্য সবাই তাদের খোঁজখুঁজি করে না পেয়ে স্থানীয়দের খবর দেয়। একপর্যায়ে তারাও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই তিন কিশোরকে সন্ধ্যা ৬টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান, দুপুরে ৮-১০ জন কিশোর বাইমাইল বিলে গোসল করতে নামে। এ সময় তীব্র স্রোতের কারণে সবাই সাঁতার জানলেও তিনজন জোয়ারের পানিতে ভেসে যায়। পরে ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।