গাজীপুরে জুট মিলে ভয়াবহ আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সোমবার সকালে একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, উপজেলার কেওয়া বাজার এলাকায় সকাল পৌনে ৬টার দিকে সারাহ জুট মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার শেড থেকে গুদামে থাকা পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে যায়।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি, শ্রীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং ভালুকা ফায়ার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এ রিপোর্ট লেখার সময় সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোনো তথ্য এখনও জানা যায়নি।