গত বছরের ২০ লাখের ক্রিকেটার এবার বিক্রি হলো অবিশ্বাস্য মূল্যে

স্টাফ রিপোর্টার

গত বছর ২০ লক্ষ টাকাতে তাঁকে কিনেছিল রাজস্থান। এ বার রিয়ান পরাগের বেসপ্রাইস রাখা হয়েছিল ৩০ লক্ষ টাকা। সেখান থেকে তিনি পেলেন ৩ কোটি ৮০ লক্ষ টাকা।

কখনও বিহু নেচে, কখনও অদ্ভূত ভঙ্গিতে বল করে গত বার নজর কেড়েছিলেন রিয়ান প্রয়াগ। তবে পারফরম্যান্স যে আহামরি ছিল, এমনটা নয়। তবে সেই প্লেয়ারই এ বার এক লাফে কোটিপতি হয়ে গেলেন। ৩ কোটি ৮০ লক্ষ টাকাতে তাঁকে ফের দলে ফেরাল রাজস্থান রয়্যালসই।

গত বছর ২০ লক্ষ টাকাতে তাঁকে কিনেছিল রাজস্থান। এ বার রিয়ান পরাগের বেসপ্রাইস রাখা হয়েছিল ৩০ লক্ষ টাকা। সেখান থেকে তিনি পেলেন ৩ কোটি ৮০ লক্ষ টাকা। তবে রিয়ানকে পেতে নিলামে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস-ও। লড়াই নেমেছিল গুজরাট টাইটানসও। তবে অসমের ২০ বছরের তরুণকে ধরে রাখল রাজস্থান রয়্যালস।

গত বছর রিয়ান পরাগ ১১ ম্যাচ খেলে মাত্র ৯৩ রান করেছিলেন। সর্বোচ্চ রান ২৫। স্ট্রাইকরেট ১১২.০৪। পাশাপাশি ৬.১ ওভার বল করে ৭৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। নতুন বছর নতুন চ্যালেঞ্জ রিয়ান পরাগের সামনে। এই বছর তাঁর দাম এক লাফে বেড়ে যাওয়ায়, দায়িত্ব এবং তাঁকে ঘিরে প্রত্যাশা কিন্তু অনেকটাই বেড়ে গেল। রিয়ান কি পারবে এ বার নিজেকে প্রমাণ করে সকলের প্রত্যাশা পূরণ করতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *