গত এপ্রিলের পর সর্বনিম্নে গমের দাম
স্টাফ রিপোর্টার
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের দাম কমেছে। গত এপ্রিলের পর থেকে সর্বনিম্নে নেমে এসেছে পণ্যটির দাম। গমের প্রয়োজনীয় সরবরাহ বিশ্ববাজারে দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল গমের দাম আগের দিনের তুলনায় বুশেলে দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি বুশেলে দাম নির্ধারিত হয়েছে ৫ ডলার ৭৩ সেন্ট। সিবিওটিতে গমের এ দাম গত ২২ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বের অন্যতম শীর্ষ দুই গম উৎপাদক। এ দুই দেশ ছাড়াও অন্য গম উৎপাদনকারী দেশগুলোয়ও সম্প্রতি গমের ফলন ভালো হয়েছে।