খেলাপি ঋণ ৬ লাখ কোটিও ছাড়াতে পারে: বাংলাদেশ ব্যাংক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, আগে খেলাপি ঋণের তথ্য লুকানো হতো। এখন লুকিয়ে রাখা সব তথ্য প্রকাশ্যে আনার চেষ্টা করছি। বলা হচ্ছে খেলাপি ঋণ চার লাখ কোটি টাকা বা তার চেয়ে বেশি। তবে পুরো তথ্য সামনে এলে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটিও ছাড়াতে পারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ‌‘এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানো কোনো চিন্তা আমাদের নেই। তদন্ত শেষ হলে খেলাপি কমানোর প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।’

তিনি বলেন, ‘খেলাপি ঋণের বিষয়ে (আমরা) আন্তর্জাতিক রুলস ফলো করার চেষ্টা করছি। খেলাপি ঋণ বাড়ার এটাও একটা কারণ হতে পারে। তবে তথ্য যাই হোক, এখন আমরা সবই প্রকাশ করে দিচ্ছি, আগে যেটা লুকানো হতো।

তবে গত পাঁচ মাসের আর্থিক স্থিতিশীলতা অর্জনে খুব খুশি নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ভালো দিক হলো এরইমধ্যে আর্থিক ক্ষতি কেটে গেছে। পাঁচ মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অন্যান্য বিষয়ে বহু উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব উদ্যোগের মাধ্যমে কিছু সুফল পাওয়া গেছে, কিছু ফলাফল আসতে আরও সময় লাগবে। আর্থিক খাতে এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। এ কারণে বাংলাদেশ ব্যাংক খুব বেশি খুশি নয়। তবে আর্থিক ভীতি কেটে গেছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, চলতি বছরের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কী পরিমাণ টাকা কোন দেশে পাচার হয়েছে, সে বিষয়ে স্পষ্ট জানা যাবে। পাচারের টাকা ফেরত আনা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া হলেও নির্ধারিত সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে। নিরাপত্তার স্বার্থেই তারা এই বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *