খুলছে আলেশা মার্ট
নিরাপত্তাজনিত কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামী রোববার (১৯ ডিসেম্বর) খুলছে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের অফিস।
বুধবার (১৫ ডিসেম্বর) আলেশা মার্টের অফিশয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার এই তথ্য জানান।
বনানী ও তেজগাঁওয়ে আলেশা মার্টের দুটি অফিস আছে। চলতি মাসের শুরুতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের সব আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন মো. মঞ্জুর আলম শিকদার।
তবে বুধবার ফেসবুক লাইভে তিনি বলেন, আমরা অফিস নেক্সট রোববার খুলে দেবো। তার মানে এই রোববার থেকেই রিফান্ড দিতে পারবো। আপনারা জানেন ডিসেম্বর মাস ক্লোজিংয়ের মাস। এই মাসে একটু কঠিন হবে।
তিনি আরও বলেন, সুসংবাদ হচ্ছে আমাদের ফান্ডিং কনফার্ম হয়ে গেছে। কমার্স মিনিস্ট্রি অত্যন্ত সহযোগিতামূলক মানসিকতা দেখিয়েছে। তারা অনেক সাহায্য করেছে। কমার্স মিনিস্ট্রি আমাদের নজরদারিতে রেখেছে, গাইডলাইন দিচ্ছে। গাইডলাইন মেনে আমরা আস্তে আস্তে সলভের দিকে যাচ্ছি। সরকার আমাদের সরাসরি সাহায্য করছে।
মো. মঞ্জুর আলম শিকদার বলেন, আমরা অচিরেই রিফান্ড দেওয়া শুরু করবো। হয়তো ৮-১০ দিন পর থেকেই রিফান্ড দেওয়া শুরু করবো। আমরা অফিস খুলছি পুরো প্রসেসটা অর্গানাইজ করতে। মেসেজ না পাওয়া পর্যন্ত দয়া করে আমার লোকদের কাজ করতে দেন।
২০২১ সালের ১ জানুয়ারি অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করে আলেশা মার্ট।