খালেদা জিয়া অসুস্থ না : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে নির্বাচন কমিশন ও নির্বাচনকে বিতর্কিত না করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাকে আনার পর সানগ্লাস পরা অবস্থায় দেখলে কারোই মনে হয় না তিনি অসুস্থ। যদিও রিজভী সাহেবরা তাকে প্রতিদিনই অসুস্থ বলে দাবি করেন।’
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
ড. হাছান বলেন, ‘আর্থ্রাইটিস তার নতুন রোগ না, এ রোগ নিয়েই তিনি রাজনীতি করেছেন, দু’বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা উপমহাদেশে নজিরবিহীন।’
ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানের আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারও কোনো আপত্তি ছিল না।’
সাব-এডিটরদের কাজকে সংবাদপত্রের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী তাদের বস্তুনিষ্ঠ কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএফইউজে সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য, উইক্রিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সজিব রশিদ, ডিইউজে সাবেক সভাপতি আব্দুল জলিল ভুইয়া, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোকতাদির অনিক, সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান প্রমুখ বক্তব্য রাখেন।