খাগড়াছড়িতে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ২

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৪০ বিজিবির সিপাহী শাওন ও আলুটিলা বটতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে মো. আহাম্মদ আলী। তবে স্থানীয়দের দাবি- বিজিবির গুলিতে গ্রামের তিনজন নিহত হয়েছেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন ভুঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে আ.লীগের মতবিনিময় সভা কাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *