কয়লা রফতানি রেকর্ড করল মঙ্গোলিয়া
মঙ্গোলিয়ায় উত্তোলন হওয়া খনিজের মধ্যে অন্যতম কয়লা। দেশটির রফতানি পণ্যের তালিকায় কয়লা শীর্ষে রয়েছে। ২০১৮ সালে মঙ্গোলিয়া থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানিতে চাঙ্গাভাব দেখা গেছে। এ বছর মঙ্গোলিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি কয়লা রফতানি হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও মাইনিংডটকম।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মঙ্গোলিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৬৫ লাখ টন কয়লা রফতানি হয়েছে। এর আগের বছর দেশটি মোট ৩ কোটি ৩৩ লাখ টন কয়লা রফতানি করেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মঙ্গোলিয়া থেকে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ৩২ লাখ টন। মঙ্গোলিয়ার ইতিহাসে এটাই কয়লা রফতানির সর্বোচ্চ রেকর্ড।
মঙ্গোলিয়া স্থলবেষ্টিত দেশ। এ কারণে প্রতিবেশী চীনের সঙ্গে দেশটির বাণিজ্য সম্পর্ক খুবই নিবিড়। মঙ্গোলিয়ায় উত্তোলন করা ও দেশটি থেকে রফতানি হওয়া কয়লার সবচেয়ে বড় ক্রেতা চীন।
২০১৭ সালের অক্টোবরে মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী উখনা খুরেলসুখ। এরপর গত এপ্রিলে তিনি রাষ্ট্রীয় সফরে চীন ভ্রমণ করেন। এ সময় বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করতে ঐকমত্যে পৌঁছায় বেইজিং ও উলানবাটোর।
মূলত এ সফরের পর থেকে মঙ্গোলিয়ার রফতানি বাণিজ্য গতিশীল হয়ে ওঠে। চীনে ক্রমবর্ধমান চাহিদার জের ধরে মঙ্গোলিয়া থেকে কয়লা রফতানিও আরো বেড়ে যায়। বার্ষিক কয়লা রফতানির পরিমাণ চার কোটি টনে উন্নীত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে মঙ্গোলিয়া সরকার।