ক্রিপ্টোর জন্য কঠিন সময় আসন্ন

স্টাফ রিপোর্টার

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি কঠোর হওয়ার ফলে নিরাপদ সম্পত্তিতে বিনিয়োগ বেড়েছে। ঝুঁকিপূর্ণ সম্পদে আস্থা কমেছে বিনিয়োগকারীদের। এজন্য ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগকারীদের জন্য আগামীতে আরো কঠিন সময় আসন্ন বলে জানান যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জন কানলিফ। খবর আরব নিউজ।

সম্প্রতি এক ওয়াল স্ট্রিট জার্নাল সম্মেলনে ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) ডেপুটি গভর্নর বলেন, সুদের হার বাড়ানোর ফলে ক্রিপ্টো কারেন্সির ওপর চাপ তৈরি হবে। এছাড়া রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে নিরাপদ সম্পত্তির ওপর ঝোঁক বাড়ছে মানুষের।

সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ২৫ হাজার ৪০১ ডলারে নেমে আসে। ২০২০ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন ছিল বিটকয়েনের দাম। গত বছরের নভেম্বরে বিটকয়েনের মূল্য ছিল ৬৯ হাজার ডলার, যা রেকর্ড সর্বোচ্চ।

এ সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় গ্রুপ অব সেভেনের মিটিংয়ে ক্রিপ্টো সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়ে অর্থনৈতিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা করা হবে।

এ বিষয়ে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কর্মকর্তা ফ্রান্সিস ভিলেরয় বলেন, ক্রিপ্টো মুদ্রার জন্য এমআইসিএর (মার্কেটস ইন ক্রিপ্টো-অ্যাসেটস) সঙ্গে পথ তৈরি করে দিয়েছে ইউরোপ। আমরা অবশ্যই এ সপ্তাহের জি৭ মিটিংয়ে অন্যান্য বিষয়সহ এটি নিয়েও আলোচনা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *