ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সময়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ও সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড।
আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন পোলার্ড। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে আইপিএলে খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
পোলার্ড এক ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন, ‘অনেক ভেবেচিন্তে আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’
সঙ্গে যোগ করেন, ‘আর দশজন বালকের মতো সেই ১০ বছর বয়স থেকেই আমার স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার। ১৫ বছর ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’
২০০৭ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় পোলার্ডের। সে বছর ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক।
এরপর দেশের হয়ে ১২৩টি ওয়ানডে এবং ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পেস বোলিং এই অলরাউন্ডার। ওয়ানডেতে ২৭০৬ রানের সঙ্গে নিয়েছেন ৫৫ উইকেট। টি-টোয়েন্টিতে আছে ১৫৬৯ রান এবং ৪২ উইকেট।