ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জাই দিল ভারত

ম্যাচের ফল কি হতে যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছিল তৃতীয় দিন শেষেই। ওয়েস্ট ইন্ডিজের সামনে চতুর্থ ইনিংসে ৪৬৮ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য ছুড়ে দেয় ভারত। এই টেস্টটা জিততে হলে ক্যারিবীয়দের বিশ্বরেকর্ডই গড়তে হতো। সেটা আর হলো না।

জ্যামাইকায় ২৫৭ রানের বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের কাছে ২-০তে হোয়াইটওয়াশের লজ্জাই পেল স্বাগতিকরা। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টেও ৩১৮ রানের বড় ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

৪৬৮ রানের লক্ষ্য সামনে রেখে ২ উইকেটে ৪৫ রান নিয়ে টেস্টের তৃতীয় দিন শেষ করেছিল ক্যারিবীয়রা। চতুর্থ দিনে লড়ার চেষ্টা করলেও অসাধ্য সাধন হয়নি। ৫৯.৫ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। হাফসেঞ্চুরি পেয়েছেন কেবন শামরাহ ব্রুকস (৫০)। জার্মেই ব্ল্যাকউড (৩৯) জেসন হোল্ডাররা (৩৮) আউট হয়েছেন সেট হয়ে। ২৩ রান করে রিটায়ার্ড হার্ট হন ড্যারেন ব্রাভো।

ফলে ধুঁকতে ধুঁকতে এগিয়ে গেলেও জয়ের পথে ছোটার সাহস কখনই করতে পারেনি স্বাগতিকরা। কেবল পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমিয়েছে।

ভারতের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি আর রবীন্দ্র জাদেজা। ২টি উইকেট নেন ইশান্ত শর্মা।

এই জয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বড়সড় লাফ দিয়েছে বিরাট কোহলির ভারত। ১২০ পয়েন্ট নিয়ে এখন তারা সব দলের উপরে। ৬০ পয়েন্ট করে আছে নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *