ক্যামেরুনে ভয়াবহ ভূমিধসে নিহত ৩৭
ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে সোমবার ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। ভূমিধসে আরও অনেকেই মাটি চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারী বৃষ্টিপাতের কারণে বাফুসাম শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে লোকজনকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
বাফুসামের গভর্নর ফোংকা আওয়া অগাস্টিন বলেন, প্রশাসনের তরফ থেকে সতর্ক করার পরেও অনিরাপদ স্থানে বাড়ি তুলেছিল স্থানীয় লোকজন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া আলবার্ট কেংগে বলেন, স্থানীয় সময় রাত দশটার দিকে আমি প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমি দেখলাম যে, পাহাড় ধসে পড়ল।
ভূমিধসের পর থেকেই রাতভর উদ্ধার অভিযান চালানো হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।