কোহলির রেকর্ড ভেঙে দ্রুততম বাবর

স্টাফ রিপোর্টার

নিজেদের ঘরের মাঠে পরাজয় দিয়ে শুরু করলেও ব্যাট হাতে ৫৭ রানের ইনিংস খেলে দারুণ এক রেকর্ডে নাম তুলেছেন অধিনায়ক বাবর আজম।

সফরকারীদের করা ৩১৩ রানের জবাবে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার ইমাম উল হক। অধিনায়ক বাবরের ব্যাট থেকে এসেছে ৭২ বলে ৫৭ রান। এই ইনিংসের সুবাদে ওয়ানডে ক্যারিয়ারে ৪ হাজার রান পূরণ হয়েছে বাবরের।

আর এই মাইলফলকে নাম তুলতে মাত্র ৮২ ইনিংস লেগেছে পাকিস্তান অধিনায়ক। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে এর চেয়ে কম ইনিংসে ৪ হাজার রান করতে পারেননি আর কোনো ব্যাটার। এতোদিন ধরে ৪ হাজার রানে দ্রুততম এশিয়ান ছিলেন বিরাট কোহলি।

২০১৩ সালের জানুয়ারিতে ক্যারিয়ারের পঞ্চম বছরের মাথায় ৯৩ ইনিংস খেলে ৪ হাজার রানে নাম তুলেছিলেন কোহলি। এবার তার চেয়ে ১১ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন বাবর। অবশ্য দ্রুততম ৪ হাজার রানের বিশ্বরেকর্ড গড়া হয়নি বাবরের।

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৪ হাজার রানের বিশ্বরেকর্ডটি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলার দখলে। তিনি ২০১৩ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের পঞ্চম বছরেই মাত্র ৮১ ইনিংস খেলে পূরণ করেছিলেন ৪ হাজার রান। শুধু তাই নয়, তার দখলেই রয়েছে ওয়ানডের দ্রুততম ২ থেকে ৭ হাজার রানের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *