কোহলির চেয়ে বাবর আজম ভালো ব্যাটসম্যান
বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করতে আপত্তি খোদ পাকিস্তানিদেরই। কোহলির সমপর্যায়ে যেতে বাবরকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে, মনে করেন মোহাম্মদ ইউসুফের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
তবে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার এবং অন্যতম সফল কোচ টম মুডি বাবরকে এগিয়ে রাখছেন কোহলির চেয়ে। তার চোখে, কোহলির চেয়ে বাবরের ব্যাটিং বেশি উপভোগ্য।
‘ক্রিকেট পাকিস্তানডটকম’ এর প্রতিবেদনে এসেছে, টম মুডি ‘পিচ সাইড এক্সপার্টস’ পডকাস্টে বলেন, ‘সে (বাবর) গত বছর কিংবা তার কিছু আগে থেকে নিজেকে স্পেশাল হিসেবে প্রকাশ করা শুরু করেছে। আমরা হয়তো ব্যাটসম্যান কোহলি কতটা ভালো, সেটা নিয়ে কথা বলি। যদি আপনি মনে করেন, কোহলির ব্যাটিং দেখতে ভালো লাগে, তবে বাবর আজমের ব্যাটিংও দেখুন। ওহ ঈশ্বর, সে স্পেশাল একজন।’
আগামী এক দশকে বাবর বিশ্ব ক্রিকেটে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যেই থাকবেন, বিশ্বাস টম মুডির। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ এবং বিপিএলের রংপুর রাইডার্সকে শিরোপা জেতানো এই কোচ বলেন, ‘আমার মনে হয়, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে সে সেরা পাঁচের মধ্যে (দশকের সেরা ব্যাটসম্যান) অবশ্যই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
বাবর আজমের পরিসংখ্যানও কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি তিন ফরমেটেই আইসিসির সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চলে এসেছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান।