কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা অপোর

স্টাফ রিপোর্টার

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি কোম্পানি অপো।  নতুন এ সেন্টারের লক্ষ্য হলো এআই ও এর প্রয়োগের পর্যবেক্ষণ ও বিকাশের মাধ্যমে অপোর সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বৃহৎ পরিসরে এআইভিত্তিক পণ্য ও ফিচারের উপর গবেষণা করা।

এক ঘোষণায় অপো জানায়, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যে অপো রেনো ১১ সিরিজটিতে উদ্ভাবনী অপো এআই ইরেজার ফাংশনসহ বিভিন্ন উন্নত জেনারেটিভ এআই সুবিধা যুক্ত করা হবে।

অপোর চিফ প্রোডাক্ট অফিসার পিট লাউ বলেন, ‘ফিচার ফোন এবং স্মার্টফোনের পর পরবর্তী প্রজন্মের এআই ডিভাইস সেলফোন শিল্পের তৃতীয় প্রধান রূপান্তরকে প্রতিনিধিত্ব করবে। এআই স্মার্টফোনের যুগে মোবাইল ফোন শিল্প ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উভয়ই বৈপ্লবিক পরিবর্তনের সাক্ষী হবে।’

অন্যদিকে অপো এর নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যানডেসজিপিটি প্রকাশ করেছে। এতে রয়েছে ১৮০ বিলিয়ন প্যারামিটার । তিনটি প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্য ডায়লগ এনহ্যান্সমেন্ট, পার্সোনালাইজেশন ও ক্লাউড-ডিভাইস কোলাবরেশনের ওপর নির্ভরশীল মডেলটির সক্ষমতার মূল লক্ষ্য হলো – নলেজ, মেমোরি, টুলস ও ক্রিয়েশন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *