কুবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা যথাযোগ্য শ্রদ্ধা দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত করেছে। রোববার সকাল ১০টায় কলা অনুষদের হল রুমে অনুষ্ঠানটি অনিষ্ঠিত হয়।
ইংরেজী বিভাগে শিক্ষার্থী ফাহিম ফারিদের সঞ্চালনায়
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.আবু তাহের, ইংরেজী বিভাগে সভাপতি ড.বনানী বিশ্বাস ,এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি রশিদুল ইসলাম শেখ,বিজনেস স্টডিজ এর ডিন বিশ্বজিৎ চন্দ্র দেব সহ অনুষ্ঠানে চেয়ার ইংরেজী বিভাগে শিক্ষক ড. টাসনিমা আক্তার ।
রেজিস্ট্রার ড. আবু তাহের বলেন, শিশু যখন অসুস্থ হয় ,তখন বাবা ঘুমিয়ে গেলেও মা কিন্তু জেগে থাকে,ছেলে মেয়ের জ্বালাতন বাবারা সহ্য করতে না পারলেও মায়েদের সে ক্ষমতা রয়েছে। এটা বিশেষ একটি ক্ষমতা। কিন্তু আমরা তা মূল্যায়ন করতে ব্যর্থ হয়।
ইংরেজী বিভাগে শিক্ষক ড. বনানি বিশ্বাস বলেন নারীদের জন্য চাকরি বয়সসীমা আরো পাচঁ বছর বাড়ানো উচিত সরকারকে। তখনই হবে নারী ও পুরুষের সমান । তাহলেই নারীরা পাবে সমঅধিকার। পরিশেষে আলোচনাসভা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।