কিছু এলাকায় ২৭ ও ২৮ জুন ব্যাংকের শাখা খোলা থাকবে

স্টাফ রিপোর্টার

ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকলেও আগামী ২৭ ও ২৮ জুন তৈরি পোশাকসংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। কর্মীদের বেতন-বোনাস দেওয়া ও রপ্তানি বিল কেনার সুবিধার্থে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২১ জুন, ২০২৩) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ২৭ জুন মঙ্গলবার এবং ২৮ জুন বুধবার কিছু শাখা খোলা থাকবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকসংশ্লিষ্ট শাখা খোলা রাখতে বলা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। আর লেনদেন হবে বেলা ২টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *