কালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলোয়াররা

জর্জ ফ্লয়েডকে অমানবিক কায়দায় হত্যা করার পর এর প্রতিবাদে গর্জে উঠেছিলেন কিংবদন্তি আমেরিকান বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান। এবার ‘‌বর্ণবৈষম্য’‌ শব্দটাকে দুমড়ে-মুচড়ে দিয়ে কালো চামড়ার মানুষদের সমান অধিকার প্রতিষ্ঠায় এবং ফ্লয়েড হত্যার বিচার পেতে আরও এক পদক্ষেপ নিলেন তিনি।

কালোদের অধিকার, জাতিগত সমতা আর সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে পাশে থাকতে ১০ কোটি ডলার দান করার ঘোষণা দিয়েছেন আমেরিকার সাবেক বাস্কেটবল তারকা এবং তার বিখ্যাত জর্ডান ব্র‌্যান্ড। যা আগামী দশ বছর কালো মানুষদের লড়াইয়ে দেয়া হবে।

জর্জ ফ্লয়েডের নৃশংস হত্যার প্রতিবাদে এখন উত্তাল আমেরিকা। যার রেশ ছড়িয়ে পড়েছে বাকি বিশ্বেও। কয়েকদিন আগেই কিংবদন্তি এনবিএ তারকা জর্ডান বলেছিলেন, ‘অনেক হয়েছে। আমি প্রতিবাদীদের সঙ্গে রয়েছি। আমি একই সঙ্গে দুঃখিত, ব্যথিত এবং ক্ষুব্ধ।’ এবার শুধু মুখে নয়,কাজেও করে দেখালেন তিনি।

জর্ডান এবং তার কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রত্যেক কালো মানুষের জীবন বাঁচানোর জন্য, তাদের উন্নতির জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যতদিন না এই বর্ণবিদ্বেষের সমাপ্তি না ঘটে। তার জন্য একশো মিলিয়ন ডলার দান করছি, যা আগামী দশ বছর কৃষ্ণাঙ্গ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে পথ দেখাবে।’

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী জর্ডান বলেছিলেন, ‘আমি রাজনীতির মানুষ নই। একজন বাস্কেটবল খেলোয়াড়। আমার খেলোয়াড়ি জীবন দিয়ে একটা আদর্শ তৈরি করে যেতে চাই। সেটাই করব। যদি না পারি, তা হলে বুঝে নেব, আমি সেই ব্যক্তি নই, যাকে সবাই অনুসরণ করতে পারে।’

গত সোমবার ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে জর্ডান বলেছিলেন, ‘যন্ত্রণা যেমন পাচ্ছি, তেমন ভীষণ রাগও হচ্ছে। যারা বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়ছেন, আমি তাদের পাশেই আছি।’‌ সোমবার‌ তীব্র নিন্দা করে একটি বিবৃতি প্রকাশ করেন জর্ডান। যেখানে তিনি লিখেছিলেন, ‘আমি প্রচণ্ড দুঃখিত, ব্যথিত এবং ক্ষুব্ধ। প্রত্যেকের ব্যথা, হতাশা এবং ক্ষোভ বুঝতে পারছি। যারাই বর্ণবিদ্বেষ এবং হিংসার বিরুদ্ধে, তাদের পাশে আমি রয়েছি।’‌

জর্ডানের এই উদ্যোগের প্রশংসা করে টুইট করেছেন কিংবদন্তি সাবেক টেনিস তারকা ক্রিস এভার্টও। এদিকে ফ্লয়েড হত্যার প্রতিবাদের ঝড় শুধু আমেরিকায় নয়, আছড়ে পড়েছে সারা বিশ্বেও। ফ্লয়েডের হত্যার প্রতিবাদ জানিয়েছেন ভারতের শচিন টেন্ডুলকারও।

‘‌ব্ল্যাক লাইভস ম্যাটার’‌ প্রতিবাদে শরিক হয়ে ভারতের মাস্টার ব্লাস্টার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি। শচিনের টুইট, ‌‘‌ম্যান্ডেলা একবার বলেছিলেন, ‌বিশ্বকে বদলে ফেলার ক্ষমতা রয়েছে খেলাধুলার। একই সঙ্গে রয়েছে বিশ্বকে একসূত্রে বাঁধার ক্ষমতাও।’‌

শুধু ম্যান্ডেলার উক্তি তুলে ধরাই নয়, শচিন সে সঙ্গে পোস্ট করেছেন আইসিসি’র ভিডিও। একদিন আগে ক্রিকেট নিয়ামক সংস্থাও প্রতিবাদে শামিল হয়ে পোস্ট করেছিল বিশ্বকাপ ফাইনালে জোফরা আর্চারের বোলিংয়ের ভিডিও। সঙ্গে ছিল বার্তা, ‘‌বৈচিত্র্য ছাড়া ক্রিকেট অসম্পূ্র্ণ। বৈচিত্র্য না থাকলে সম্পূর্ণ ছবিটা দেখা যায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *