কারাবাও কাপের ফাইনালে ম্যান সিটি
আগের দিনই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ম্যান সিটি। দ্বিতীয় সেমিফাইনালে এদিন স্টামফোর্ড ব্রিজে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখে সবাই। টাইব্রেকারে টটেনহ্যামকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে ওঠে মাউরিজ্জিও সারির চেলসি।
প্রথম লেগে ০-১ ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জয়ে এগিয়ে থাকলেও দুই লেগ মিলিয়ে ২-২ ব্যবধানে ড্র ছিল ম্যাচটি। কাপের নিয়মানুযায়ী হোম এবং এওয়ে ম্যাচের গোলের কোন পার্থক্য না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে টটেনহ্যামকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি।
এর আগে ঘরের মাঠে ২৭ মিনিটে কন্তের গোলে এগিয়ে যায় চেলসি। ৩৮ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন হাজার্ড। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে লরেন্তের এক গোল শোধ দিলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
প্রথম দুই শটে স্পার্সের এরিকসন ও লামেলা এবং চেলসির উইলিয়ান ও আজপিলইকুয়েতা গোল করে ২-২ সমতায় রাখেন। কিন্তু তৃতীয় শটেই এরিক ডায়ার গোল করতে ব্যর্থ হন। জর্জিনহো পরবর্তী শটে গোলে দিলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চেলসি।
চতুর্থ শট নিতে এসে লুকাস মৌরাও গোল করতে ব্যর্থ হলে চেলসি তাদের চতুর্থ শটে দাভিদ লুইজ গোল করে চেলসির ফাইনাল নিশ্চিত করেন। ২৪শে ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যান সিটির মুখোমুখি হবে চেলসি।