কানাডায় মিলল ৫৫২ ক্যারেটের হীরা

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলের দিয়াভিক খনিতে উত্তোলন করা হয়েছে ৫৫২ ক্যারেটের একটি বড়সড় হীরা। এটি অমসৃণ। রঙ সোনালি। দেখতে অনেকটা মুরগির ডিমের মতো। বছরের বেশির ভাগ সময় বরফে ঢেকে থাকা খনিটি থেকে টরন্টোভিত্তিক ডমিনিয়ন ডায়মন্ড মাইন ও লন্ডনভিত্তিক রিও টিন্টো গ্রুপের যৌথ তত্ত্বাবধানে বিশালাকায় এ হীরা উত্তোলন করা হয়েছে।

চলতি বছরের অক্টোবরে হীরাটি উত্তোলন করা হলেও সম্প্রতি এক যৌথ বিবৃতিতে এ সম্পর্কে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। এর আগে একই খনি থেকে উত্তোলন করা সবচেয়ে বড় হীরাটির তুলনায় এর আকার প্রায় তিন গুণ বড়।

এমনকি উত্তর আমেরিকার খনিগুলো থেকে উত্তোলন হওয়া হীরার মধ্যে এটিই সবচেয়ে বড়। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শতকে বিশ্বব্যাপী উত্তোলন হওয়া বড় আকারের হীরাগুলোর মধ্যে এটির অবস্থান সপ্তম।

এ বিষয়ে ডমিনিয়ন ডায়মন্ড মাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যানে দুরগিন বলেন, পৃথিবীর এ অংশের খনিগুলো ভালোমানের হীরা উত্তোলনের জন্য পরিচিত। তবে এ অঞ্চলে বড় আকারের হীরা খুব একটা পাওয়া যায় না। সেদিক থেকে সাম্প্রতিক এ উত্তোলন চমকপ্রদ ও অনন্য। গহনা তৈরিতে কাজে লাগালে এ হীরার যথার্থ ব্যবহার নিশ্চিত হবে।

দামের দিক থেকে ৫৫২ ক্যারেটের এ অমসৃণ সোনালি হীরাটির দাম ৪০ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। বড় আকারের মহামূল্যবান রত্নটির সন্ধান পাওয়ায় এখন উত্তর আমেরিকার খনিগুলো থেকে উত্তোলন বাড়াতে হীরা উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো আগ্রহী হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট ও ব্লুমবার্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *