কানাডায় বেকারত্ব হার রেকর্ড সর্বনিম্নে

স্টাফ রিপোর্টার

মে মাসে কানাডার বেকারত্ব হার রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হওয়ায় শ্রমবাজার শক্তিশালী হয়েছে। পাশাপাশি দেশটিতে মজুরি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। খবর রয়টার্স।

কানাডার পরিসংখ্যান অফিস জানিয়েছে, মে মাসে নিট ৩৯ হাজার নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে। এ সময়ে দেশটির বেকারত্ব হার ৫ দশমিক ১ শতাংশে নেমেছে। যদিও এ হার ৫ দশমিক ২ শতাংশে অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছিল।

গত মাসে স্থায়ী কর্মীদের ঘণ্টাপ্রতি মজুরি ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যেখানে এপ্রিলে মজুরি বাড়ার হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এ হার ২০১৯ সালের পর সর্বোচ্চ। এ পরিস্থিতি ব্যাংক অব কানাডাকে সুদের হার বাড়াতে আরো প্ররোচিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

টিডি সিকিউরিটিজের কানাডীয় স্ট্র্যাটেজিস্টের প্রধান অ্যান্ড্রু কেলভিন বলেন, শ্রমবাজারের ইতিবাচক পরিস্থিতি সম্ভবত সুদের হার বাড়ানোর পরিকল্পনাকে শক্তিশালী করেছে। এজন্য আগামী মাসে ৭৫-বেসিস পয়েন্ট বাড়বে বলেই মনে হচ্ছে।

গত সপ্তাহে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ১ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ৫০-বেসিস পয়েন্ট বাড়িয়ে তোলা হলো। ব্যাংকটি বলেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে আরো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *