কাতারের ২৭০ কোটি ডলার বাজেট উদ্বৃত্ত
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের জাতীয় বাজেট ২৭০ কোটি ডলার উদ্বৃত্তের রেকর্ড করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের বাজেট ব্রিফিংয়ে মন্ত্রণালয় সূত্র জানায়, উদ্বৃত্ত দেশের আর্থিক নীতি অনুসারে পরিচালিত হবে। এক্ষেত্রে সরকারি ঋণ হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি এবং কাতার বিনিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের সঞ্চয় বাড়ানোর দিকে গুরুত্ব দেয়া হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি ডলার, যা আগের প্রান্তিকের চেয়ে দশমিক ৩ শতাংশ কম। দ্বিতীয় প্রান্তিকে তেল বহির্ভূত আয় ছিল ৭৭০ কোটি ডলার, যা প্রথম প্রান্তিকের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।
২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট ব্যয়ের পরিমাণ ছিল ১ হাজার ৬০০ কোটি, যা প্রথম প্রান্তিকের তুলনায় ১৯ দশমিক ৩ শতাংশ বেশি।