কাতারের বাণিজ্য উদ্বৃত্ত ৪৭৭ কোটি ডলার
কাতারের বাণিজ্য উদ্বৃত্ত চলতি বছরের জুনে ৪৭৭ কোটি ডলার পৌঁছেছে, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। দেশটির পরিকল্পনা ও পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত বছরের জুনের তুলনায় বাণিজ্য উদ্বৃত্ত কমেছে ৪২ দশমিক ৩ শতাংশ। খবর আরব নিউজ।
পণ্যদ্রব্য রফতানি আগের মাসের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৬৮০ কোটি রিয়ালে পৌঁছেছে। ২০২২ সালের জুনের তুলনায় বার্ষিক ভিত্তিতে ৩২ শতাংশ কমেছে। মোট রফতানি কমে যাওয়ার প্রধান কারণ পেট্রোলিয়াম গ্যাস ও অন্যান্য গ্যাসীয় হাইড্রোকার্বনে ২৯ দশমিক ৭ শতাংশ কমে যাওয়া। যেখানে পরিশোধিত ও অপরিশোধিত পেট্রোলিয়াম রফতানি যথাক্রমে ২৬ দশমিক ৪ ও ৪৬ দশমিক ৯ শতাংশ কমেছিল।
২০২৩ সালের জুনে কাতারের রফতানির শীর্ষ গন্তব্য ছিল চীন, যারা ২০ দশমিক ১ শতাংশ শেয়ার নিয়ে ব্যবসা করেছে। এর পরে অবস্থান করছে দক্ষিণ কোরিয়া ১১ দশমিক ৯ ও ভারত ১১ দশমিক ৮ শতাংশ নিয়ে। জুনে আমদানি বার্ষিক ভিত্তিতে ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৪০ কোটি রিয়ালে পৌঁছেছে। এ সময়ে কাতারের আমদানির শীর্ষ উৎস ছিল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানি। টার্বো জেট, প্রপেলার, মোটর গাড়ি ও ওষুধের বার্ষিক আমদানি উল্লেখযোগ্য প্রবৃদ্ধির হার দেখেছে, যা দেশের চলমান অব্যাহত অর্থনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দেয়।