কাজাখস্তানের কাছে রুশ কারখানা বিক্রি করছে হুন্দাই
রাশিয়াস্থ কারখানা বিক্রি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই মোটর কোম্পানি। এজন্য কাজাখস্তানের একটি কোম্পানির সঙ্গে আলোচনাও চলছে বলে জানা গেছে। খবর রয়টার্স।
গত বছর ইউক্রেনে অভিযানের জেরে মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা ও নির্মাতাদের রাশিয়া ছাড়ার কারণে দেশটির অনেক কারখানার উৎপাদন স্থগিত ও শ্রমিকরা বেকার হয়ে পড়ে।
রুশ বার্তা সংস্থা তাসের বরাতে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের স্থানীয় সরকার কাজাখস্তানের সঙ্গে হুন্দাইয়ের রাশিয়া প্ল্যান্ট বিক্রি করার জন্য আলোচনা করছে।
নাম প্রকাশ না করা সূত্রের বরাতে ইয়োনহাপ আরো জানায়, সেন্ট পিটার্সবার্গে হুন্দাইয়ের কারখানা বিক্রির বিষয়ে কাজাখস্তানের আসতানার একটি গাড়ি নির্মাতা কোম্পানির সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুনের প্রথম দিকে কারখানাটি বিক্রির চুক্তি সই হতে পারে। গত মার্চে হুন্দাই মোটর পিটার্সবার্গে কারখানাটির কার্যক্রম স্থগিত করেছে।
উল্লেখ্য, বিক্রির দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ গাড়ি নির্মাতাদের একটি হুন্দাই। এর আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান হলো কিয়া করপোরেশন। হুন্দাই রাশিয়া থেকে প্রতি বছর প্রায় দুই লাখ গাড়ি তৈরি করত, যা বিশ্বব্যাপী উৎপাদন ক্ষমতার প্রায় ৪ শতাংশ।