কর্মী সংকটে ফেডএক্স
স্টাফ রিপোর্টার
কর্মী সংকট ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা নিয়ে সতর্ক করেছে ফেডএক্স। নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়ার কারণেই মার্কিন সরবরাহ পরিষেবা সংস্থাটিতে এ জটিলতা দেখা দিয়েছে। খবর রয়টার্স।
বিশ্বজুড়ে কভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়ছে। ফলে বিভিন্ন দেশে বিধিনিষেধ জারি করা হচ্ছে। এক বিবৃতিতে ফেডএক্স জানায়, মহামারী আবারো প্রকট আকার ধারণ করায় কর্মী সংকট দেখা দিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের নানা জায়গায় শীতকালীন ঝড় বইছে। প্রতিষ্ঠানটির মূল কেন্দ্র মেফিস, টেনেসিতেও চলছে ঝড়ের হাওয়া। এ কারণেও নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে ফেডএক্সকে।