কর্মীদের বেতন দ্বিগুণেরও বেশি বাড়াচ্ছে অ্যামাজন
করপোরেট ও টেক কর্মীদের মূল বেতনের সীমা সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অ্যামাজন। যেখানে আগে সর্বোচ্চ মূল বেতন ছিল ১ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে বেতন বৃদ্ধির সীমা বাড়ছে দ্বিগুণেরও বেশি। খবর রয়টার্স।
কর্মীদের সাধারণত ঘণ্টায় এবং বার্ষিক হিসেবে বেতন দেয় অ্যামাজন। অভ্যন্তরীণ এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেয় ই-কমার্স জায়ান্ট। সেখানে বলা হয়, বিশ্বব্যাপী বেশির ভাগ কর্মীর বেতন বাড়াচ্ছে অ্যামাজন এবং এ বৃদ্ধি আগের তুলনায় অনেক বেশি বিবেচনাযোগ্য।
বেশ কয়েক বছর ধরে প্রতিযোগিতামূলক শ্রমবাজার দেখা যাচ্ছে সারা বিশ্বে। তাই সেরা মেধাবীদের আকর্ষণ করতে ও ধরে রাখার জন্য প্রতিযোগিতা বজায় থাকা দরকার বলেই উল্লেখ করা হয় সেই ব্লগ পোস্টে।
গত জুলাইয়ে সিইও অ্যান্ডি জ্যাসি যোগদান করার পর কর্মীদের আকর্ষণ করার ও ধরে রাখার জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে এটি সর্বশেষ।