কর্মসংস্থান না থাকায় ছিনতাই সহ অপকর্ম বৃদ্ধি পাচ্ছে
দেশে কর্মসংস্থান না থাকায় ছিনতাই ও অন্যান্য অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। কাজ থাকলে ছিনতাই করার সময় থাকবে না। আবার হরতাল করব তো দূরের কথা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর এক অভিজাত হোটেলে Bangladesh Textile Mills Association (BTMA) এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি Showkath Aziz Russell এসব কথা বলেন।
তিনি বলেন, চেতনা দিয়ে বিনিয়োগ হয় না। বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ দরকার হয়। চীনের শিল্প একের পর এক বন্ধ হচ্ছে। ওই শিল্পের উদ্যোক্তাদের এক নম্বর চয়েজ ছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারছে না। কারণ গ্যাস, বিদ্যুৎ এবং ইউটিলিটিজের দাম বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ, ব্যাংক নতুন ঋণ দিতে পারছে না। এ অবস্থায় দেশে নতুন বিনিয়োগ না হয়ে অন্য দেশে চলে যাচ্ছে।
তিনি বলেন, গত ছয় মাসে দেশে কোনো বিনিয়োগ হয়নি। অনিশ্চয়তার মধ্যে কেউ বিনিয়োগ করতে আগ্রহী হয় না। দেশী-বিদেশী সকল উদ্যোক্তাই বিনিয়োগের আগে নিশ্চয়তা চায়। নিশ্চয়তা না পেলে কেউ বিনিয়োগ করবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন Yorkers Trade & Marketing Service Co. Ltd. Overseas Director Mr Akai Lin, BTMA Director and মেলা কমিটির চেয়ারম্যান Abdulla Al Mamun.
২০০৪ সাল থেকে The Dhaka International Textile & Garment Machinery Exhibition (DTG) এই মেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ২০ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী DTG এর ১৯তম মেলা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি) ঢাকায় অনুষ্ঠিত হবে।
Bangladesh Textile Mills Association (BTMA) and Yorkers Trade & Marketing Service Co. Ltd. এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। China, Germany, India, Italy, Japan, South Korea, and Turkiye সহ ৩৩টি দেশের ১৬০০ স্টল এবং ১১০০ এর অধিক শীর্ষস্থানীয় ব্র্যান্ড সম্মিলিতভাবে উক্ত প্রদর্শনীতে প্রদর্শন করবে। এছাড়াও টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধিুনিক প্রযুক্তিসমুহ প্রদর্শন করা হবে।
মেলায় টেক্সটাইল মেশিনারী, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস ডাইং প্রযুক্তি এবং এক্সসরিজ প্রদর্শীত হবে। এছাড়াও টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে DTG ফ্যাশন শো থাকবে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দর্শকের জন্য মেলা উম্মুক্ত।
এক প্রশ্নের জবাবে Showkath Aziz Russell বলেন, নতুন নির্বাচিত সরকার আসলে দেশে বিনিয়োগ হবে। তার আগে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না।