কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা বিপাকে যাত্রীরা
হঠাৎ কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। আজ সকাল থেকে তারা এ কর্মবিরতি শুরু করেন। এদিকে নৌযান শ্রমিকদের একাংশের কর্মবিরতির ফলে সকালে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে কোন লঞ্চ ছেড়ে যায়নি বলে খবর পাওয়া গেছে। তবে এই কর্মবিরতি নৌযান শ্রমিক ফেডারেশনের নয় বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।
তারা বলছেন, তাদের পূর্বের দাবি না মানা হলে ২৯ তারিখ রাত থেকে ধর্মঘট শুরু করবে শ্রমিকরা। শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে ২৬ নভেম্বর (মঙ্গলবার) থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিকরা।
গত ২০ নভেম্বর (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পূর্ব ঘোষিত সেই কর্মবিরতির সময় বাড়িয়ে ২৯ তারিখ করা হয়েছে।
তবে আজ সদরঘাটে নৌযান শ্রমিক লীগ নামের একটি সংগঠনের নেতৃত্বে এক কর্মবিরতি শুরু হয়েছে বলে জানা গেছে।