করোনাভাইরাস: নিউইয়র্কের চায়নাটাউনে ব্যবসায় ধস

করোনাভাইরাস আতঙ্কে নিউইয়র্ক সিটির চায়নাটাউনে ব্যবসায় খাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী ভাইরাসের শঙ্কায় পূর্ব এশীয় জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা ছেড়ে পালাচ্ছে অনেক বাসিন্দা। ব্যবসায়ী নেতারা বলছেন, গত ডিসেম্বরে চীনের উহান প্রদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চীনা রেস্টুরেন্ট, দোকানপাট ও অন্যান্য ব্যবসায় কেন্দ্র এড়িয়ে যাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা।

নগর কর্তৃপক্ষ ও চীনা ব্যবসায় মালিকরা বলছেন, চীনে ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ায় অনেক মানুষ চায়নাটাউনে যেতে ভয় পাচ্ছেন। ম্যানহাটন শহরতলির ব্যবসায়ীরা বলছেন, ২০০৩ সালের সার্স প্রাদুর্ভাব, ২০০৯ সালের এইচওয়ানএনওয়ান মহামারী, এমনকি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার চেয়েও করোনাভাইরাস ভীতিতে তাদের ব্যবসায় অধিক ক্ষতি হয়েছে।

বিদেশী নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা চায়নাটাউনের হোটেল ও চার্টার বাস কোম্পানিগুলোর ওপর মারাত্মক আঘাত হিসেবে দেখা দিয়েছে। মূলত চীনা পর্যটকদের ওপর বড় আকারে নির্ভরশীল ছিল তারা। সিএনএন বিজনেস

করোনাভাইরাস: নিউইয়র্কের চায়নাটাউনে ব্যবসায় ধস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *