করোনাঃ মারা গেলেন স্বাস্থ্য সচিবের স্ত্রী

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন।

ক্লিক করে আমাদের সাথে থাকুন

কামরুন্নাহারের জামাতা হাসান বিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারও বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় কামরুন্নাহারকে। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সিএমএইচে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

মায়ের পাশেই থাকবেন নাসিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *