কম্বোডিয়ার রাবার রফতানিতে প্রবৃদ্ধি
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে প্রাকৃতিক রাবার উৎপাদন হয়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর আন্তর্জাতিক বাজারে রাবার রফতানি করে দেশটি।
কম্বোডিয়ার রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম প্রাকৃতিক রাবার। বিদায়ী বছরে দেশটির রাবার রফতানি খাতে চাঙ্গাভাব দেখা গেছে। এ সময় কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে রাবার রফতানি আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে।
তবে গত বছর রাবার রফতানি বাবদ দেশটির রফতানিকারকদের আয় কমেছে প্রায় ৪ শতাংশ। কম্বোডিয়ার রাষ্ট্রায়ত্ত জেনারেল ডিরেক্টরেট অব রাবারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও কম্বোডিয়া ডেইলি।
দেশটির সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কম্বোডিয়ার রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে মোট ২ লাখ ১৭ হাজার ৫০০ টন প্রাকৃতিক রাবার রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। এ সময় রাবার রফতানি বাবদ দেশটির রফতানিকারকদের সম্মিলিত আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার।
এক বছরের ব্যবধানে পণ্যটি রফতানি করে কম্বোডিয়ান রফতানিকারকদের আয় কমেছে ৩ দশমিক ৯ শতাংশ। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় বিদায়ী বছরে রফতানি বাড়লেও পণ্যটির রফতানি বাবদ কম্বোডিয়ার রফতানিকারকদের আয় কমতির দিকে ছিল।
এ বিষয়ে কম্বোডিয়ার জেনারেল ডিরেক্টরেট অব রাবারের মহাপরিচালক পল সোপা জানান, ২০১৭ সালে কম্বোডিয়ায় প্রতি টন প্রাকৃতিক রাবারের গড় দাম ছিল ১ হাজার ৫৮১ মার্কিন ডলার। গত বছর পণ্যটির গড় দাম কমে দাঁড়িয়েছে টনপ্রতি ১ হাজার ৩১৯ ডলারে।