কমতে পারে সিঙ্গাপুরের রফতানি
চলতি বছর সিঙ্গাপুরের রফতানি খাতের প্রবৃদ্ধি কমার আশঙ্কা রয়েছে। সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এন্টারপ্রাইজ সিঙ্গাপুর (সিঙ্গাপুরএসজি) গতকাল জানিয়েছে, সিঙ্গাপুরের প্রধান তেলবহির্ভূত দেশীয় রফতানি (এনওডিএক্স) ও তৈলসহ সার্বিক পণ্য বাণিজ্য চলতি বছর ২ শতাংশ কমতে পারে। এছাড়া দেশটির অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, গত বছর সিঙ্গাপুরের সামগ্রিক রফতানি প্রবৃদ্ধি ৩ শতাংশ কমেছে। তাই চলতি বছর দেশটির রফতানি স্থির কিংবা নিম্নমুখী হতে পারে। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২১ সালের সিঙ্গাপুরের রফতানি ১২ দশমিক ১ শতাংশ বাড়লেও ২০২২ সালে তা কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে। ফলে ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ৭ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পর চতুর্থ প্রান্তিকে তা ১৪ শতাংশ কমেছে।
যদিও গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম বেড়ে যাওয়ায় সিঙ্গাপুরের জ্বালানি তেলের বাণিজ্য ৪৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে চলতি বছর দেশটির জ্বালানি বাণিজ্য সংকুচিত হবে বলে আশা করা হচ্ছে। দেশটিতে চতুর্থ প্রান্তিকে ইলেকট্রনিকস পণ্যের রফতানি ১৫ দশমিক ৯ শতাংশ কমেছে। তৃতীয় প্রান্তিকে ১০ শতাংশের বৃদ্ধির তুলনায় ইলেকট্রনিকস ব্যতীত অন্যান্য পণ্য রফতানি ১৩ দশমিক ৪ শতাংশ কমেছে।
এন্টারপ্রাইজএসজি জানিয়েছে, ২০২২ সালে এনডিএক্সের প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে। এ পরিস্থিতি আংশিকভাবে বৈশ্বিক নিম্নমুখী সেমিকন্ডাক্টর চাহিদা ও বৈশ্বিক সংকুচিত অর্থনৈতিক কার্যক্রমকে প্রতিফলিত করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম ২ দশমিক ৯ শতাংশ কমবে।