কমতির দিকে অ্যালুমিনিয়ামের দাম
এক মাস ধরে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) অ্যালুমিনিয়ামের দাম বাড়তির দিকে ছিল। এ ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি ব্যবহারিক ধাতুটির দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায়।
এর পর থেকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দামে ধারাবাহিক পতন বজায় রয়েছে। সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৮৪০ ডলারে নেমে এসেছে। খবর মেটাল বুলেটিন ও মাইনিংডটকম।
ফেব্রুয়ারির শুরু থেকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দামে উত্থান-পতন দেখা গেছে। ৪ ফেব্রুয়ারিতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৮৩৯ ডলার ৫০ সেন্টে নেমে আসে।
চলতি মাসে ব্যবহারিক ধাতুটির সর্বনিম্ন দাম। পরের দিনই ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ওঠে ১ হাজার ৮৯৬ ডলারে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম কমতে শুরু করে। ৬ ফেব্রুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম কমে দাঁড়ায় ১ হাজার ৮৮৬ ডলারে। দরপতনের ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয় ১ হাজার ৮৪০ ডলারে।
এলএমই প্রাইস ইনডেক্স অনুযায়ী, চলতি বছরের ১৪ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৭৭৫ ডলারে বিক্রি হয়েছিল। গত এক মাসের মধ্যে এটাই এলএমইতে অ্যালুমিনিয়ামের সর্বনিম্ন দাম।
এর পর ব্যবহারিক ধাতুটির দাম ক্রমেই বাড়তে শুরু করে। মূলত আন্তর্জাতিক বাজারে চাহিদা ও সরবরাহ ঘাটতির খবরে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তির দিকে ছিল। ২৩ জানুয়ারি এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৮৭৭ ডলারে পৌঁছে যায়।