কবুতরের পক্স বা বসন্ত এর প্রতিকার

আগে আমাদের দেশের কবুতরের পক্স অনেক কম হত। কিন্তু ইদানিং কালে এর প্রকোপ প্রচুর বেড়েছে । কবুতরের বসন্ত খুবই ভয়ানক। সময়মত চিকিৎসা করা না হলে কবুতর মারা যায়। আবার এটা ছোয়াছে রোগ। কাজেই সময়মত চিকিৎসা না করলে আপনার ফার্মের সকল কবুতর একসাথে আক্রান্ত হতে পারে।

কবুতরের বসন্তের লক্ষণ পায়ে, ডানায়, ঠোট,গলার এমনকি পায়ুপথেও হতে পারে। পাশের ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতরের বসন্ত কি রকম।চিকিৎসার জন্য আমাদের প্রয়োজন পটাশিয়াম পার ম্যাংগানেট,পানি ও একটি ছোট তুলি বা কটনবার।

ঔষধের মিশ্রণ ও গোলানোর প্রণালী

প্রথমে ছোট একটি জায়গা নিতে হবে (হতে পারে সেটা সিরাপ খাওয়ার চামচ)। এরপর এক চিমটি পরিমাণ পটাসিয়াম পার ম্যাংগানেট নিতে হবে। অতঃপর এতে পানি মেশাতে হবে। পানি খুবই সামান্য পরিমানে মেশাতে হবে যাতে দ্রবনটা একেবারে হালকা না হয়ে যায়। এবার তুলি বা কটনবারে ঔষধ টা নিয়ে কবুতরের আক্রান্ত স্থানে লাগাতে হবে। প্রতিদিন তিনবার।

এভাবে মোটামুটি ৪-৬ দিন লাগালে কবুতর সুস্থ হয়ে যাবে। এসময় কবুতর ঠিকমতো খেতে চায় না তাই কবুতরকে এই সময় সেই খাবার দেওয়া উচিৎ যাতে কবুতর সেটা সহজেই হজম করতে পারে। যেমনঃ সরিষা,গম। কবুতরের বসন্ত হলে খাওয়ার রূচি নষ্ট হয়ে যায়। হজম ক্ষমতা দূর্বল হয়ে যায়। এ কারণে কবুতরকে সহজে হজম যোগ্য খাবার পরিবেশন করতে হবে।

বসন্তের চিকিৎসা

যে কবুতরের বসন্ত হয়েছে প্রথমে সেই কবুতর নির্বাচন করে আলাদা করতে হবে যাতে অন্য কবুতরগুলো এটা দ্বারা আক্রান্ত না হয়। এরপর আক্রান্ত কবুতরকে নিয়মিত চিকিৎসা ও খাবার দিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *