কথোপকথন : আশিক

মানবীঃ তোমার শরীর বেঁচবে।
মানবঃ আচ্ছা!!! কতো দাম দেবে,শুনি !!!

মানবীঃ পঞ্চাশ লক্ষ।
মানবঃ মাত্র !!! দাম কি ভাবে ধরলে,শুনি।

মানবীঃ এই ধরো চোখ ১০লক্ষ, হাত পা ২০ লক্ষ, কিডনী ২০ লক্ষ।
মানবঃ আর কি কিছুই নেই !!!!!

মানবীঃ না, তেমন কিছু দেখছিনা তো আর।
মানবঃ হ্রদয়ের কি কোনো দাম নেই ??

মানবীঃ ওহ !!!! আচ্ছা হ্রদয়ের দাম কতো চাও তুমি।
৫০ লক্ষ হলে চলবে !!!!!
মানবঃ হ্রদয়ের দাম মাত্র ৫০ লক্ষ !!!!!
কিনেছো কি কখনো ???

মানবীঃ কম হয়ে গেলো, সব মিলিয়ে তো এক কোটি।
মন্দ কি !!!!
মানবঃ আমার হ্রদয়- তুমি কি দাম দিয়ে কিনতে পারবে ??
পারবে না !!!!
এতো সামর্থ্য নেই-তোমার।

মানবীঃ তাই বুঝি।
মানবঃ আমার কোনো কিছুই তুমি,
তোমার স্থাবর-অস্থাবর- সামগ্রিক
সম্পত্তি দিয়েও কিনতে পারবে না।

মানবীঃ কেনো, কারণটা জানতে পারি কি ??
মানবঃ ওগুলো সব বিক্রি হয়ে গেছে।

মানবীঃ আচ্ছা, কতো দাম পেলে ??
আর সেই ক্রেতার নাম, পরিচয়।
মানবঃ আমার হ্রদয়, হাত,চোখ,পা,
কিডনী সহ সব কিছু বিক্রি হয়েছে এই আংটি টার বিনিময়ে,
নিশ্চয়ই এতোক্ষণে তুমি জেনে গেছো
আংটি টার মূল্য।
আর ক্রেতার নাম-প্রিয়দর্শিনী।।
আমার প্রথম এবং শেষ ভালোবাসা ।।।
°°°
আশিক
২৫ শে কার্তিক, ১৪২৬।

One thought on “কথোপকথন : আশিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *