কখনো বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবো না আমরা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনই বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। আমরা হস্তক্ষেপের কাছে মাথা নত করবো না। এটা আমাদের সিদ্ধান্ত।’
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৮ জুন ২০২৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, আমরা স্বাধীন জাতি। যুদ্ধের মাধ্যমে দেশ অর্জন করেছি।‘
বাংলাদেশ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যা যা প্রয়োজন তা করছে তার সরকার। অনেক বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। এখনো অনেক বাধা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কারণ একটি দেশ যখন দ্রুত অগ্রগতি করে, তখন অনেকেই তা সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ঝামেলা শুরু করে।‘
অনুষ্ঠানে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান স্বাগত বক্তব্যে বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। শুরুতে এসএসএফ ও এর কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে মেজর জেনারেল মো. মজিবুর রহমান সংকলিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৫টি বাণী সম্বলিত ‘দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর উক্তি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।