ওয়ানডে স্টাইলে লিটনের ফিফটি
মাথার ওপর ইনিংস পরাজয় এড়ানোর জন্য ৩৯৫ রানের বিশাল বোঝা। দলের সংগ্রহ ১২৮ হতেই সাজঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটার। ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় দাঁড়িয়ে পাল্টা আক্রমণের পথই বেছে নিলেন লিটন দাস। সঙ্গী হিসেবে পেয়ে গেলেন নুরুল হাসান সোহানকে।
রীতিমতো ওয়ানডে স্টাইলে খেলে ক্যারিয়ারের ১২তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভার শেষে ৫ উইকেটে ২২৯ রান। শেষ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান যোগ করেছেন লিটন ও সোহান।
বিশেষ করে ট্রেন্ট বোল্টের করা ৬১তম ওভারের প্রথম তিন বলে হ্যাটট্রিক বাউন্ডারিসহ মোট চারটি চার মেরেছেন লিটন। এর আগে কাইল জেমিসনের ওভারে হাঁকান চার ও ছয়। মাত্র ৬৯ বলে ছয় চার ও এক ছয়য়ের মারে চলতি সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি পূরণ করেছেন লিটন।
এখন পর্যন্ত ১০ চার ও এক ছয়ের মারে ৮০ বলে ৬৯ রানে অপরাজিত রয়েছেন লিটন। তাকে সঙ্গে দেওয়া সোহানও খেলছেন সাবলীলভাবে। তিনি ৪৮ বল থেকে সাত চারের মারে করে ফেলেছেন ৩৬ রান। এ দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১০১ রান, তাও মাত্র ১০১ বলে।