ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে ১৭ দেশের মিলিটারি ডেলিগেটস
অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ১৭টি দেশের শতাধিক সদস্যের মিলিটারি প্রতিনিধিদল। উদ্দেশ্য, ওয়ালটনের আন্তর্জাতিকমান সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন পণ্যের উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন। এর মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করা।
বুধবার (৩ মে ২০২৩) সকালে বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সদস্যের মিলিটারি প্রতিনিধিদল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আসেন। প্রতিনিধিদলের মধ্যে মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, জর্ডান, শ্রীলঙ্কা, দক্ষিণ সুদান ও সুদানের মিলিটারি সদস্যরা রয়েছেন।
এছাড়া সেনাবাহিনীর মেজর জেনারেল সৈয়দ তারেক হুসেইনসহ বাংলাদেশ সিভিল সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনীর শতাধিক সদস্য উপস্থিত আছেন।
অতিথিরা ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়খুজ্জামান।
ওয়ালটন হেডকোয়ার্টার্সে মিলিটারি ডেলিগেটসদের একাংশ
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম, এস এম জাহিদ হাসান, ইউসুফ আলী ও ইয়াছির আল-ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর মহসিন আলী মোল্লা, ইন্টারন্যাশনাল বিজনেসের ইনচার্জ আব্দুর রউফ প্রমুখ।
হেডকোয়ার্টার প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারসহ ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির রেফ্রিজটারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, মোল্ড ইত্যাদি পণ্যের প্রোডাকশন প্ল্যান্টস সরেজমিনে পরিদর্শন করবেন।