ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন নেত্রকোনার খোকন মিয়া
স্টাফ রিপোর্টার
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২-এর আওতায় রেফ্রিজারেটর কিনে মিলিয়নেয়ার হয়েছেন নেত্রকোনার খোকন মিয়া। এ উপলক্ষে সম্প্রতি সদর উপজেলার মদন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডিভিশনাল সেলস ম্যানেজার মশিউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার আদনান রায়হান এবং ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান জেএস ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী মাহাবুব আলম তামিম।