ওয়ার্লপুলকে ১ কোটি ১৫ লাখ ডলার জরিমানা
বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থালি ইলেকট্রনিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ার্লপুলকে ১ কোটি ১৫ লাখ ডলার জরিমানা করেছে ইউএস কনজিউমার প্রডাক্ট সেফটি কমিশন (সিপিএসসি)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, ওয়ার্লপুলের বৈদ্যুতিক চুলাগুলো নিজে নিজে চালু হয়ে যায়, যার ফলে পুড়ে যাওয়া ও আগুন লাগার ঝুঁকি তৈরি হয়। তবে অভিযোগের ভিত্তিতে ওয়ার্লপুল কোনো প্রতিবেদন পেশ করেনি। খবর রয়টার্স।
জেনএয়ার, কিচেনএইড ও ওয়ার্লপুল ব্র্যান্ডের ১৭টি মডেলের চুলার ওপর এমন অভিযোগ আনা হয়। সিপিএসসি জানায়, ওয়ার্লপুল ১৫৭টি রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে ১৪টি সম্পত্তিসংক্রান্ত ক্ষতি, চারটি সামগ্রী পুড়ে যাওয়া ও দুটি ছোটখাটো আগুন লাগার ঘটনা অন্তর্ভুক্ত ছিল। সিপিএসসি ২০১৯ সালের আগস্টে ওয়ার্লপুলের প্রায় ২৬ হাজার ৩০০টি বৈদ্যুতিক চুলা প্রত্যাহারের ঘোষণা দেয়।
নিষ্পত্তি চুক্তির অধীনে ওয়ার্লপুল ফেডারেল ভোক্তা পণ্য নিরাপত্তা আইনের সঙ্গে তার সম্মতি নিশ্চিত করতে সম্মত হয়েছে। তবে মিশিগানভিত্তিক কোম্পানি বেন্টন হারবার নিজেদের দায় স্বীকার করেনি। মামলার খরচ, অনিশ্চয়তা ও অসুবিধা এড়াতে নিষ্পত্তি করেছে বলে জানায় তারা। সিপিএসসির ফাস্ট ট্র্যাক প্রত্যাহার প্রোগ্রামের অধীনে থাকা বৈদ্যুতিক চুলাগুলো প্রত্যাহার করাসহ এর ত্রুটি শনাক্ত করতে প্রতিষ্ঠানটি যথাযথভাবে কাজ করছে।