ওপেকের চুক্তির মেয়াদ বাড়াতে একমত রাশিয়া-সৌদি
উত্তোলন ও সরবরাহ সীমিত রাখার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)। এ লক্ষ্যে রাশিয়াসহ ওপেকবহির্ভূত কয়েকটি দেশ নিয়ে জ্বালানি পণ্যটির বৈশ্বিক উত্তোলন হ্রাসের চুক্তি এগিয়ে নিচ্ছে সংস্থাটি। মেয়াদ শেষ হতে যাওয়া এ চুক্তি আরো ছয় থেকে নয় মাসের জন্য নবায়ন হতে পারে। এ বিষয়ে ওপেকভুক্ত সৌদি আরবের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে রাশিয়াও। খবর গার্ডিয়ান ও মার্কেট ওয়াচ।
১-২ জুলাই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক-ননওপেক দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা বৈঠকে বসছেন। এর আগে শনিবার সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেন, ওপেকের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি আরব অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে। মূলত জ্বালানি পণ্যটির বাজার ভারসাম্য ফেরাতে সম্মিলিতভাবে উত্তোলন কমিয়ে আনার কোনো বিকল্প আপাতত নেই। আশা করছি, আসন্ন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
সৌদি জ্বালানিমন্ত্রীর এ বক্তব্যে ওপেকের বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়তে পারে বলে ধরে নেন বাজার বিশ্লেষকরা। এর পর পরই বিষয়টি নিয়ে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বিশ্বব্যাপী মন্থর অর্থনৈতিক অবস্থা ও যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল খাতে চাঙ্গা ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দামে তুলনামূলক মন্দা ভাব বজায় রয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাসসংক্রান্ত চুক্তির মেয়াদ আরো বাড়াতে সৌদি আরবের প্রস্তাবে নীতিগত সমর্থন দিয়েছে রাশিয়া। বিদ্যমান চুক্তিটি আরো ছয় থেকে নয় মাসের জন্য নবায়ন হতে পারে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন ওপেকের চুক্তির ভবিষ্যৎ নিয়ে এ মন্তব্য করেন। ভিয়েনা বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।