ওজিল জেতালেন আর্সেনালেকে
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া দলকে প্রথমে সমতায় ফেরালেন, পরে সরাসরি অবদান রাখলেন এমেরিক আউবেমেয়াংয়ের ম্যাচ জেতানো পরবর্তী দুই গোলে; ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের এ জাদুতেই লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল।
চলতি লিগে দুর্দান্ত খেলতে থাকা আর্সেনালের জন্য এটি এবারের প্রিমিয়ার লিগে টানা সপ্তম জয়। আর চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ জিতে নিয়েছে গানাররা। এর আগে সবশেষ ২০০৭ সালে টানা ১০ ম্যাচ জিতেছিল দলটি।
ঘরের মাঠে প্রথম গোলটা হজম করে উনাই এমেরির শিষ্যরাই। ম্যাচের ৩১তম মিনিটে বাম পাশ দিয়ে আক্রমণে আসা লেস্টার সিটির ইংলিশ ফুটবলার বেন চিলওয়েলের শট স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর বেল্লেরিনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
গোল খেয়ে দমে যায়নি আর্সেনাল। প্রথমার্ধের একদম শেষমুহূর্তে ম্যাচে সমতা ফেরান ওজিল। আত্মঘাতী গোল করা বেল্লেরিনই এবার অবদান রাখেন সমতা ফেরাতে। মাঝমাঠ থেকে থেকে বল পায়ে অনেকখানি ছুটে ডান দিকে বেল্লেরিনকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ওজিল। ফিরতি বল পেয়ে প্রথম ছোঁয়ায় জালে বল জড়ান এ জার্মান মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয় আর্সেনাল। ৬৩তম মিনিটে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন গ্যাবনের স্ট্রাইকার আউবেমেয়াং। মিনিট তিনেক বাদেই আবারও জালে বল জড়ান তিনি। দুটি গোলেই অবদান রাখেন ওজিল।
এ জয়ে ৯ ম্যাচে সাত জয় নিয়ে আর্সেনালের পয়েন্ট এখন ২১। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান চতুর্থ। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।