এয়ারবাসকে ৩১ উড়োজাহাজের ক্রয়াদেশ কুয়েত এয়ারওয়েজের
এয়ারবাসে নতুন করে উড়োজাহাজ ক্রয়াদেশের সংখ্যা বাড়িয়েছে কুয়েত এয়ারওয়েজ। সম্প্রতি ৬০০ কোটি ডলারের সম্প্রসারিত এ চুক্তির ঘোষণা দেয় রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। ২০১৪ সালে সংস্থাটি ফরাসি উড়োজাহাজ নির্মাতার সঙ্গে চুক্তিতে পৌঁছেছিল। খবর আরব নিউজ।
কুয়েত এয়ারওয়েজের চেয়ারম্যান আলী আল-দুখান একটি সংবাদ সম্মেলনে বলেন, আমরা চুক্তি পুনর্গঠন নিয়ে একমত হতে পেরেছি। এটি এয়ারলাইনসকে আগামীতে সফল হওয়ার জন্য আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।
নতুন চুক্তিতে ২৮টির সঙ্গে তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে নয়টি এয়ারবাস এ৩২০নিও, ছয়টি নতুন এ৩২১নিও, তিনটি এ৩২১নিওএলআর, চারটি এ৩৩০-৮০০নিও, সাতটি এ৩৩০-৯০০নিও ও দুটি এ৩৫০-৯০০ মডেল অন্তর্ভুক্ত রয়েছে।
আলী আল-দুখান বলেন, পর্যটন শিল্প কভিডের বিপর্যয় কাটিয়ে পুনরুদ্ধারের পথে রয়েছে। এজন্য আমরা আমাদের বহরকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। নতুন ক্রয়াদেশের মাধ্যমে চুক্তির মোট আর্থিক মূল্য প্রায় ৬০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ২০১৮ সালেও চুক্তিটি সংশোধন করা হয়েছিল। তবে কুয়েত এয়ারওয়েজের ভবিষ্যতের জন্য আরো সংশোধনের প্রয়োজন ছিল।
আল-দুখান বলেন, আমরা চার মাসের আলোচনায় চুক্তিতে পৌঁছেছিলাম। মাঝেমধ্যে আলোচনাটি উত্তপ্ত হয়েও উঠেছিল। তবে সর্বদা একে অন্যের চাহিদার প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া অব্যাহত ছিল। এরই মধ্যে চুক্তি মূল্যের ৪০ শতাংশ পরিশোধ করা হয়েছে এবং উড়োজাহাজের সরবরাহ শুরু হয়েছে।