এসিআই’র সঙ্গে যুক্ত হল ইওরপাওয়ার লিমিটেড
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশের ভবিষ্যৎ চাহিদা মেটাতে এসিআই মটরস লিমিটেডের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের প্রথম সারির ডিজেল জেনারেটর ম্যানুফ্যাকচারার ও সাপ্লায়ার প্রতিষ্ঠান ইওরপাওয়ার লিমিটেড। এখন থেকে ইওরপাওয়ার লিমিটেডের ৫ কেভিএ থেকে শুরু করে ২ হাজার ৫০০ কেভিএ পর্যন্ত জেনারেটর বাংলাদেশে বাজারজাত করবে এসিআই মটরস।
সোমবার রাজধানীর এসিআই সেন্টারে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ পথ চলা শুরু হয়েছে। চুক্তিতে এসিআই মটরস’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. এফ এইচ আনসারি এবং ইওরপাওয়ার লিমিটেডের পরিচালক (আন্তর্জাতিক বিক্রয় বিভাগ) বেন হুইটমার্শ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় এসিআই মটরস’র এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এসিআই লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। ২০০৭ সালে কৃষি আধুনিকায়ন যন্ত্রপাতি বিপণন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করার পর থেকে উন্নতমানের কন্সট্রাকশন ইক্যুয়েপমেন্টস সরবরাহ, বিশ্ববিখ্যাত মটরবাইক ব্যান্ড ইয়ামাহা ও বিশ্বমানের কমার্শিয়াল ভেহিকেল ফোটন এ পরিবেশক হিসেবে সফলভাবে কাজ করে যাচ্ছে সিআই মটরস। এর ধারাবাহিকতায় ইওরপাওয়ার লিমিটেডের সঙ্গে পথ চলা শুরু।
ড. এফ এইচ আনসারি বলেন, ইওরপাওয়ার জেনারেটরে রয়েছে জেনুইন পারকিনস ইঞ্জিন। পারকিনস ইঞ্জিন যারা ইতোমধ্যে ব্যবহার করেছে তারা সবাই হ্যাপি, এটি পরীক্ষিত ইঞ্জিন। এ ছাড়া এতে রয়েছে, লেরয় সমার অল্টার্নেটর, স্টার্ট অন ডিমান্ড, রমোট মনিটরিং সুবিধা এবং লো নয়েজ লেভেল। নিজস্ব বিশেষজ্ঞ সার্ভিস টিমের মাধ্যমে সরাসরি যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ইওরপাওয়ার জেনারেটরের দেশব্যাপী অন দ্য স্পট বিক্রয়োত্তর সেবা এবং স্পেয়ার পার্টসের নিশ্চয়তা দেবে এসিআই মটরস।
তিনি বলেন, আমরা এ দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করি। প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বেশ ভালো, তাহলে জেনারেটর কেন? পৃথিবীর যেকোনো উন্নত দেশে, যেখানে ১ মিনিটও বিদ্যুৎ যায় না, সেখানেও জেনারেটরের প্রয়োজন হয়। কারণ ইমার্জেন্সি ক্ষেত্রে জেনারেটর ব্যবহার হয়। তাই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও জেনারেটর লাগবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভালো জিনিস উৎপাদন খুব কষ্টসাধ্য ব্যাপার। তারপরও আমরা খুব শিগগিরই জেনারেটর উৎপাদনে যেতে পারবো।