এলএনজির দাম আরো কমলো

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক বাজার থেকে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা তৃতীয় ধাপে কমেছে। এবার প্রতি ইউনিট এলএনজির দাম ২৪ দশমিক ২৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১ জুন) এ দামে এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আগে প্রতি ইউনিট এলএনজি ২৫ দশমিক ৭৫ ডলারে কেনা হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী জানান, প্রতি ইউনিট এলএনজি ২৪ দশমিক ২৫ ডলারে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘গানভর’ থেকে কেনা হবে। আমদানি করা হবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি। এ জন্য মোট ৮৩৮ কোটি ৯১ লাখ ৮০ হাজার ৮০০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পেট্রোবাংলার প্রস্তাবে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

সচিব বলেন, এবার এলএনজির দাম কিছুটা কমেছে। আগের লটে প্রতি ইউনিটের দাম ছিল ২৫ দশমিক ৭৫ ডলার। এবার সেটা কমে হলো ২৪ দশমিক ২৫ ডলার।

আমদানি মূল্য বিশ্লেষণে দেখা যায়, মার্চে প্রতি ইউনিট এলএনজি ৩৬ দশমিক ৭০ ডলারে সিঙ্গাপুরের ভিটল এশিয়ার কাছ থেকে কেনা হয়েছিল।

এরপর এপ্রিলে এলএনজি কেনা হয়েছিল ২৯ দশমিক ২৫ ডলারে, যা পরে ১০ শতাংশ কমে ১৮ মে ২৬ দশমিক ৪০ ডলারে নামে। সবশেষ ২৬ মে ভিটল এনার্জির কাছ থেকেই ২৫ দশমিক ৭৫ ডলারে কেনা হয় এলএনজি।

এর আগে গত বছর (২০২১ সাল) প্রতি ইউনিট এলএনজি ৭-৯ ডলারে কিনতে পেরেছিল বাংলাদেশ। ২০২০ সালে খোলা বাজারে এলএনজির দাম কমে গিয়ে ৪ ডলারেও নেমেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *