এবার হাসপাতালের ওটিতে ঢুকে নবজাতককে খেল কুকুর

হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ঢুকে এক নবজাতককে খুবলে খেয়ে ফেলল একটি কুকুর। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ফররুখাবাদের একটি বেসরকারি হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা স্ত্রী কাঞ্চনের লেবার পেইন ওঠায় গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আবাস বিকা কলোনির আকাশ গঙ্গা হাসপাতালে তাকে হাসপাতালে নিয়ে যান বেসরকারি ফিনান্স ফার্মে কর্মরত রবি কুমার।

প্রথমবার বাবা হওয়া রবি বলছিলেন, প্রথমে হাসপাতালের নার্সিং স্টাফরা জানান, নর্ম্যাল ডেলিভারি হবে। তবে কয়েক মুহূর্ত পরই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা জানান, সিজার করতে হবে। সেজন্য কাঞ্চনকে অপারেশ থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টা পর তারা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। তারা কাঞ্চনকে ওয়ার্ডে দিয়ে দিলেও বাচ্চাটি ওটিতেই ছিল। তারা আমায় বাইরে অপেক্ষা করতে বলেন।

রবি কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘কয়েক মিনিট পর হাসপাতালের এক কর্মী চিৎকার করে বলতে থাকে, ওটিতে কুকুর ঢুকেছে। বিপদ আঁচ করে আমি ওটির দিকে ছুটে গিয়ে দেখি আমার সন্তান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। বাচ্চাটার বুকে ও বাঁ চোখে কুকুরের কামড়ের দাগ ছিল। ও স্থির হয়ে পড়ে ছিল। নড়াচড়া করছিল না। কুকুরটি আবার অপারেশন থিয়েটারে ঢুকে পড়ার চেষ্টা করলে আমি চিৎকার করে উঠি।’

এ ঘটনায় হাসপাতালের মালিক বিজয় প্যাটেল ও তার কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আপাতত হাসপাতালটি বন্ধ রাখা হয়েছে।

অভিযোগ উঠেছে, সদ্যোজাতের বাবা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনলে টাকা দিয়ে তাকে চুপ করিয়ে দিতে চেয়েছিল কর্তৃপক্ষ।

ফররুখাবাদের জেলাশাসক মহেন্দ্র সিং বলেছেন, আমরা তদন্ত করেছি। হাসপাতালের গাফিলতির জন্যই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ডাক্তারদের কমিটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *