এবার ব্যাট ও জার্সি নিলামে তোলার ঘোষণা দিলেন অ্যান্ডারসন

করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, ইংল্যান্ডের ক্রিকেটাররা নিজেদের প্রিয় জিনিস বিক্রি করে অর্থ সংগ্রহের কাজে নেমে পড়েছে। সর্বপ্রথম এই কাজে এগিয়ে এসেছিলেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। এবার তার দেখাদেখি জার্সি এবং ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্ডারসন।

সবার আগে ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার তার বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলে সেখান থেকে প্রাপ্ত অর্থ সাহায্য করেছেন স্থানীয় হাসপাতালের সরঞ্জাম কেনার জন্য। একইভাবে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম, সাকিব আল হাসান এবং মোহাম্মদ আশরাফুল করোনা খাতে অর্থদানের জন্য নিলামে তুলেছেন তাদের স্মরণীয় ব্যাট।

এই তালিকায় নতুন সংযোজন ইংলিশ স্পিডস্টার জেমস অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের অটোগ্রাফ করা জার্সি, ব্যাট এবং উইকেট এবার নিলামে তুলছেন পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি।

অনলাইনে ই-বে ওয়েবসাইটের মাধ্যমে অ্য্যান্ডারসন তার এই স্মারক নিলামে তোলার কথা ঘোষণা দেন টুইটারে। তিনি সেখানে লেখেন, ‘@গোওয়েলফান্ড-এর জন্য আমরা ই-বে’র মাধ্যমে বেশ কিছু স্মরণীয় জিনিস নিলামে তুলতে যাচ্ছি। কেপটাউনে আমি সর্বশেষ যে টেস্ট ম্যাচটি খেলেছি, সেই ম্যাচের অটোগ্রাফ দেয়া জার্সি, ব্যাট এবং স্ট্যাম্প নিলামে দেয়া হবে।’

উল্লেখ্য, শুক্রবার ইনস্টাগ্রামে লাইভ চ্যাট এসে ২০১৬ আইপিলের ব্যাট, জার্সি এবং গ্লাভস অনলাইনে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি ও তার ফ্র্যাঞ্চাইজি ক্লাবের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স। নিলাম থেকে সংগৃহীত অর্থ দান করবেন করোনায় অসহায় হয়ে পড়া দুস্থ মানুষদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *