এবার পরিচালককে নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা

কুইন ছবি তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এই ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার। কিন্তু সেই ছবির পরিচালকেরই বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা রানাওয়াত।

কুইন ছবির পরিচালক বিকাশ বেহলের বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি। তিনি জানিয়েছেন যে বিকাশ বিবাহিত সত্ত্বেও প্রতি রাতে তার অন্যান্য নারীসঙ্গ প্রয়োজন হত। শুধু তাই নয় রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য কঙ্গনাকে নিয়ে মজাও করতেন বিকাশ।

 এর পাশাপাশি, কোনও অনুষ্ঠানে তার সঙ্গে দখা হলেই, বিকাশ জোরে জড়িয়ে ধরতেন কঙ্গনাকে। কঙ্গণার ঘারে মাথা গুঁজে তার চুলের গন্ধ শোকার চেষ্টা করতেন পরিচালক আর বলেতেন ‘ইউ স্মেল গুড কে’! বিকাশের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ অভিযোগ আনলেন তার ছবিরই নায়িকা।

প্রসঙ্গত, বিকাশের প্রোডকশন হাউজের অন্য এক মহিলার অভিযোগকে সমর্থন করেই কঙ্গনার এই বক্তব্য। আপাতত বিকাশ বেহল, অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতয়ানে এবং মধু ম্যানটেনার প্রোডাকশন হাউজ ফ্যান্টমও ভাঙছে। তবে তার পিছনে বিকাশের এমন আচরণ দায়ি কিনা, সেটা স্পষ্ট হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *