এবার পঞ্চগড়ে ‘ইত্যাদি’

স্টাফ রিপোর্ট

পঞ্চগড়ে তীব্র শীতের এমুহূর্তেও মানুষের মুখে মুখে আলোচনায় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। জেলার অনেকেই বিষয়টিতে উচ্ছ্বসিত।

কারণ, হানিফ সংকেত এর উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনের দর্শক প্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটির অংশ বিশেষ এবার ধারণ হবে দেশের সর্ব উত্তরের এই জেলায়।

মহানন্দার তীরে অবস্থিত জেলার তেঁতুলিয়া উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) দর্শক উপস্থিতিতেই ধারণ হবে অনুষ্ঠানটি।

ইতোমধ্যে অনুষ্ঠানটি নিরাপদে ধারণের ব্যাপারে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে সহযোগীতার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদনও করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে চলছে প্রচার প্রচারণাও।

জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি বিটিভিতে ‘ইত্যাদি’র এই পর্বটি প্রচারিত হবে।

পঞ্চগড়ে অনুষ্ঠানটি ধারণের জন্য ১৫ ও ১৬ জানুয়ারি দুই দিন ব্যাপি মঞ্চ নির্মাণ কাজ চলবে এবং ১৭ জানুয়ারি বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ধারণ হবে।

বলা হয়েছে, ধারণকালে ১৬ বছরের কম বয়সী কেউ সরাসরি উপভোগ করতে পারবেনা এই ‘ইত্যাদি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *